গোপালগঞ্জে চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ণ-নির্যাতণ ও চাঁদাবাজীর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুয়াডাঙ্গা এলাকার হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ এ মানব-বন্ধন কর্মসূচী পালন করে।

শুক্রবার সকাল ১১ টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় মাওলা কাজী ও তার গংদের বিচারের দাবীতে বিভিন্ন লেখা প্লাকার্ড প্রর্দশন করে।

এর আগে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে কুয়াডাঙ্গা এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে শহরে প্রবেশ করে। পরে তারা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে হাজির হন। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তরা বলেন, স্থানীয় মাওলা কাজী ও তার লোকজন প্রতিনিয়ত এলাকার কোন না কোন হিন্দু সম্প্রদায়ের লোকজনদের কাছে চাঁদা দাবী করছেন এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে নানা নির্যাতণ-নিপীড়ণ চালাচ্ছেন। রীতিমতো অতিষ্ঠ হয়ে উপায়ান্তর না দেখে এসব অত্যাচার নির্যাতণ বন্ধে তারা রাস্তায় নেমেছেন।

এঘটনায় বৃহস্পতিবার রাতে দুইজনকে আটক করেছে পুলিশ।

পিবিএ/বিএস/এমএসএম

আরও পড়ুন...