গোপালগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার


পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসদপুর থেকে বিপ্লব বৈরাগী (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ীর একটি ঘর থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহত বিপ্লব বৈরাগী মুকসুদপুর উপজেলার কলিগ্রামের পিতিশ বৈরাগীর ছেলে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন পিবিএ’কে জানান, আজ সকালে কলিগ্রামের নিজ বাড়ির একটি ঘরে বিপ্লব বৈরাগীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রাতের যে কোন সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বিপ্লব বৈরাগী। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...