গোপালগঞ্জে ট্রাকের চাপায় মুয়াজ্জিন নিহত

পিবিএ,ঢাকা: গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের চাপায় মোহাম্মদ আলী (৪৫) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

বুধবার (১২ডিসেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার পোনা এলাকার লাল মিয়ার (লালু) ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

কাশিযানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, ভোরে আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দিয়ে ট্রাকটি মহাসড়কের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...