পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, স্বাস্থ্য সেবা প্রদান ও বিবেকের জাগরনের উদ্যোগে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। এলজিএসপি-৩ এর অর্থায়নে কান্দি ইউনিয়নে এসব বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকালে কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, শেখ হাসিনা আদর্শ মহা বিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার, তালপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত সমাদ্দার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদককে না বলে শিক্ষর্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
পরে দুস্থদের মাঝে ৩০টি সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাখূলার উপকরণ বিতরন করেন অতিথিবৃন্দ। এছাড়া দুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এরপর ফিতা কেটে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি।
পিবিএ/বিএস/এমএসএম