গোপালগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারনার অন্যতম মাধ্যম ফেসবুক

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের ৫ উপজেলার নির্বাচনী প্রচার প্রচারনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোস্যাল মিডিয়া ফেসবুক। প্রার্থী ও তাদের সমর্থকেরা ভোটারদের কাছে পৌঁছাতে ও ভোট চাইতে ফেসবুকের মাধ্যমে প্রচারনা চালাচ্ছে। নতুন নতুন কৌশলে ভোটারদের মন জয় করতে ভিডিও বার্তা দিচ্ছেন ফেসবুকে।

জানাগেছে, তৃতীয় ধাপে গোপালগঞ্জের ৫ উপজেলায় আগামী ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনের দিন ঘনিয়ে আসায় সময় না থাকায় আর ভোটারদের কাছে যেতে না পারায় প্রার্থীর নির্বাচনী প্রচারনার মধ্যম হিসাবে বেছে নিয়েছেন ফেসবুককে। দৃষ্টি নন্দন পোস্ট দিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছেন তারা। কোনও কোনও প্রার্থী তাদের প্রচার প্রচারণার লাইভ করছেন। প্রতীক বরাদ্দের পর সোস্যাল মিডিয়ায় প্রচার প্রচারনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

এদিকে বসে নেই প্রার্থীদের সমর্থকেরাও। নিজ প্রার্থীর গুণকির্ত্তন ও উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ফেসবুকে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন মাঠের চেয়ে সোস্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে।

প্রার্থীরা জানান, নির্বাচনী প্রচনারনার সময় কম থাকায় মাঠে-ময়দানের পাশাপাশি ফেসবুকেও প্রচার-প্রচারণা চালাতে হচ্ছে। যাতে ভোটারদের দৃষ্টি আকর্ষন করা যেতে পারে। #

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...