গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে আলাদা সড়ক দূর্ঘটনা এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশন ও বৃহস্পতিবার রাতে পুরাতন মুকসুদপুর বাসষ্ট্যান্ড এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বড়থানদিয়া গ্রামের বাসিন্দা ও ট্রাকের হেলপার নাজিমউদ্দিন শেখ (৩০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ধলু মিয়া (৭০)।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা পিবিএ’কে জানান, আজ সকালে মুকসুদপুর ফিলিং স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাওন ট্রাভেলসের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ওই ট্রাকে থাকা হেলপার নাজিমউদ্দিন মারাত্মক আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে পুরাতন মুকসুদপুর বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ধলু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। আজ ভোরে নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত ধলু মিয়ার বাড়ী মুকসুদপুর উপজেলার পাঁচুড়িয়া গ্রামে।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...