গোপালগঞ্জে প্রচন্ড তাপদাহ ও কিষাণের অভাবে বোরো ধান কর্তন ব্যাহত

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রচন্ড তাপদাহ ও কিষানের অভাবে বোরো ধান কর্তন ব্যাহত হচ্ছে। পাকা ধান কেটে ঘরে না তুলতে পারায় আতংকে আছে বোরো চাষীরা। উপজেলার ঘোষেরচর গ্রামের বোরো চাষী সিরাজ মোল্যা বলেন, এ বছর আমি ১৫ বিঘা জমিতে বোরো চাষ করেছি। ফলন খুব ভাল হয়েছে। গত বছরও ভাল ফলন হয়েছিল।

গোপালগঞ্জে প্রচন্ড তাপদাহ ও কিষানের অভাবে বোরো ধান কর্তন ব্যাহত হচ্ছে। পাকা ধান কেটে ঘরে না তুলতে পারায় আতংকে আছে বোরো চাষীরা।
প্রচন্ড তাপদাহ ও কিষাণের অভাবে বোরো ধান কর্তন ব্যাহত

কিন্তু হঠাৎ বৃষ্টি ও কিষাণের অভাবে ধান ঘরে তোলা সম্ভাব হয়নি। তাই এ বার আতংকে আছি। কাঠি গ্রামের মনিরুল সরদার বলেন, সকাল ৮টার পরে গরমের কারণে আর জমিতে কাজ করা যায় না। তাই আমরা খুব ভোরে জমিতে গিয়ে ৮টা পর্যন্ত যতটুকু পারি ধান কেটে বাড়ি নিয়ে আসি। এ ভাবে ধান কাটলে সমস্ত ধান বাড়ি তুলতে ১ মাস সময় লেগে যাবে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী বাংলা বলেন, জেলার অধিকাংশ বোরো চাষীরা গত বছর ব্রি-২৯ জাতের ধান চাষ করেছিল। এই জাতের ধান একটু দেরী করে পাকে। আর দেরী করে পাকার কারণে গত বছর প্রচুর ধান বৈরি আবহাওয়ার কারণে ক্ষেতেই নষ্ট হয়ে যায়। এ বছর চাষীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে ব্রি-২৮ জাতের ধান চাষের পরামর্শ দিয়েছি। এ বছর উপজেলার অধিকাংশ চাষীরা ব্রি-২৮ জাতের ধান চাষ করেছেন। তবে জেলার অধিকাংশ জমির ধান পেকে গেলেও কিষাণ এবং তাপদাহের কারণে ধান কাটা সম্ভব হচ্ছে না।

 

পিবিএ/এস/আরআই

আরও পড়ুন...