গোপালগঞ্জে বাস খাদে পড়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত-২, আহত-১০

গোপালগঞ্জ
গোপালগঞ্জে নিহত স্বজনদের আহাজারি।

পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেসিক ব্যাংক কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০জন।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার খেলনায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার ক্যাশ অফিসার ও গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মাজেদ মোল্লার ছেলে নুরুল ইসলাম (৪০) এবং কোটালীপাড়া উপজেলার পূর্ব কোটালীপাড়া এলাকার শহিদ মোল্লার স্ত্রী মোমেনা বেগম (২৫)। আহত ৮জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কোটালীপাড়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাঁদে ফেলে দেয় চালক।

এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে অন্তত ১০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেসিক ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম ও মোমেনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৮জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক বাসযাত্রী জানিয়েছেন, বাসচালক বাস চালানোর সময়ে মোবাইলে কথা বলছিলেন। কোন কারন ছাড়াই হঠাৎ করে বাসটি তিনি রাস্তার খাঁদে ফেলে দেন।

 

পিবিএ/বিএস/জেডআই

ভিডিও দেখুন:

আরও পড়ুন...