গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত,চালক আটক

bus-accident-pba
আটককৃত বাস ঘাতক বাস

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিকনিকের বাস চাপায় লাবিবা খানম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু লাবিবা টুঙ্গিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের আরিফ সিকদারের মেয়ে। এঘটনায় ঘাতক বাসটিসহ চালককে আটক করেছে পুলিশ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, সন্ধ্যায় বর্ষাপাড়া বাজারের সমানে দাদী বিউটি বেগমের সাথে পাতা কুড়াচ্ছিলো লাবিবা।

এসময় বরিশাল জেলার হিজলা উপজেলার রাজলিয়া ইউপি মেম্বার জামাল হোসেন তার সমর্থকদের নিয়ে ২টি বাসে করে টুঙ্গিপাড়া থেকে পিকনিক শেষে বরিশাল ফেরার পথে তাদের গাড়ি বহরের আজমি পরিবহনের একটি বাস (বরিশাল জ ১১-০১৩৮) ঘটনাস্থলে পৌঁছালে লাবিবাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মাঝবাড়িতে ব্যারিকেট দিয়ে বাস থামিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক মো: সোহেল আকন্দসহ (৩০) বাসটিকে আটক করে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...