গোপালগঞ্জে বিশ্বশুক সেবাশ্রম সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

কম্বল
গোপালগঞ্জে বিশ্বশুক সেবাশ্রম সংঘের উদ্যোগে কম্বল বিতরণ।

পিবিএ, বাদল সাহা,গোপালগঞ্জ: গোপালগঞ্জে ছয় শতাধিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বিশ্বশুক সেবাশ্রম সংঘের উদ্যোগে এ কম্বল বিতরন করা হয়।
শুক্রবার দুপুরে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুশেন চন্দ্র সেন।

সংগঠনের সভাপতি স্বামী গোলকা নন্দগীরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে নারয়ন চন্দ্র বাইন, নিহার ব্রক্ষ্মচারী, তুষার ব্রক্ষ্মচারী, বিশ্বশুক সেবাশ্রম সংঘের ভরতের সভাপতি শুকরঞ্জন মঞারাজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ছয় শতাধিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

পিবিএ/বিএস/জেডআই

আরও পড়ুন...