গোপালগঞ্জে মটর সাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত

Road-Accident

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে মটর সাইকেলর চাপায় আবীর হোসেন সিকদার (৭) নামের প্রথম শ্রেনীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

আজ দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে এ দুর্ঘটনা ঘটে। ।
নিহত আবীর হোসেন সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর আদর্শপাড়ার কালা সিকদারের ছেলে। সে হরিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার অফিসার উনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, স্কুল শেষে বাড়ী ফেরার জন্য হরিদাসপুরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল আবীর। এসময় দ্রুতগামী একটি মটর সাইকেল আবীরকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে এলাকাবাসী মৃতদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

এঘটনার পর মটর সাইকেলের চালক ও আরোহীরা মটর সাইকেল রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মটর সাইকেলটি আটক করে থানায় নিয়ে আসে।

পিবিএ/বিএস/জেডআই

আরও পড়ুন...