গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত শেখ জামাল

খেলা
গোপালগঞ্জে বিপিএল ফুটবলের উদ্বোধনী খেলা

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিপিএল ফুটবলের উদ্বোধনী খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মুক্তিযোদ্ধার হয়ে হ্যাটট্রিক করেন আইভোরিকোস্টের ১০ নম্বর জাসির্ধারী ফরোয়ার্ড বাল্লো ফামুসা। এ জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট পেল মুক্তিযোদ্ধা। একের পর এক আক্রমণ করে মুক্তিযোদ্ধা সংসদ প্রথমার্ধে এক গোল ও দ্বিতীয়ার্ধে আরো দুই গোল করে তিন গোল আদায় করে নেয়। অন্যদিকে, পুরো খেলায় তেমন কোন আক্রমণ তৈরী করতে পারেনি শেখ জামাল ধানমন্ডির ক্লাব।
কয়েকটি সুযোগ পেলেও মিস করায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শুরু থেকে ছন্দপতন ঘটে।

খেলা
গোপালগঞ্জে বিপিএল ফুটবলের উদ্বোধনী খেলা

আজ বুধবার বিকাল তিনটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলার প্রথমার্ধ থেকে মুক্তিযোদ্ধা
সংসদের খেলোয়াড়রা খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলের রাখার চেষ্টা করেন। খেলার প্রথমার্ধের ৪৪ মিনিটে মুক্তিযোদ্ধার আইভোরিকোস্টের রিক্রুট ১০ নম্বর জাসির্ধারী ফরোয়ার্ড
বাল্লো ফামুসা ফ্রি-কিক থেকে হেড করলে বল বারপোস্টে লেগে শেখ জামালের জালে বল জড়ায়। তবে শেখ জামাল ধানমন্ডির ক্লাবের খেলোয়াড়রা কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

খেলার দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে মধ্য মাঠ থেকে একক প্রচেষ্টায় বল টেনে নিয়ে বাল্লো ফামুসা গোল কিপারকে পরাস্ত করে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধে ৪৪ মিনিটে মুক্তিযোদ্ধার ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ সোহেলের পাস থেকে বাল্লো ফামুসা তৃতীয় গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন। কিন্তু পুরো খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়রা অগোছালো খেলা আর গোল মিসের মহরা দিলে তিন গোলের বড় ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

খেলাটি পরিচালনা করেন সাগর। সহকারী হিসেবে ছিলেন মনির ঢালী ও এস কে ইকবাল আলম। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হাইভোল্টেজ ম্যাচটি দেখার জন্য খেলা শুরু হবার আগে থেকে বিভিন্ন বয়সের দর্শক মাঠে আসতে শুরু করেন। খেলা মাঠ যতই গড়িয়েছে ততই গ্যালারী পূর্ণ হয়েছে। হাত তালি, হর্ষ ধ্বনি আর উল্লাসের শধ্য দিয়ে দুই দলের
খেলোয়াড়দের উৎসাহ দেন দর্শকেরা। এর আগে বেলা আড়াইটায় জেলা প্রশাসক মোহাম্মদ মো্খলেসুর রহমান সরকার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিপিএল গোপালগঞ্জ ভেন্যুর খেলা উদ্বোধন করেন। এ সময় বিশেষ

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান। অন্যান্যের মধ্যে বাফুফের সদস্য ও সাবেক জাতীয় দলের অধিনায়ক মোঃ ইলিয়াস হোসেন, শেখ জামালের প্রধান প্রতিনিধি আশরাফ উদ্দিন চুন্নু, গোপালগঞ্জের দায়িত্বরত ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম নান্টু প্রমূখ উপস্থিত ছিলেন।

 

পিবিএ/বিএস/জেডআই

আরও পড়ুন...