গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। জেলা উদীচী সংসদ ও প্রথম আলো বন্ধু সভা এসব কর্মসূচী পালন করে।

সোমবার সন্ধ্যা গোপালগঞ্জ উদীচী জেলা সংসদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আলোর মিছিল বের করা হয়। প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ কামাল ষ্টেডিয়ামের পাশে নির্মিত শহীদ স্মৃতি স্তম্ভের সমানে গিয়ে শেষ হয়।

পরে শহীদ স্মৃতি স্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া প্রথম আলো বন্ধু সভার কর্মীরা একই স্থানে মোববাতি প্রজ্জ্বলন করে শহীদদের শ্রদ্ধা জানায়।

পরে সেখানে জেলা উদীচী সংসদের সভাপতি মো: নাজমুল ইসলাম, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসুন মন্ডল বক্তব্য রাখেন। এসময় বক্তরা ২৫ শে মার্চের কাল রাতকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দেয়ার দাবী জানান।

পিবিএ/বিএস/এমএসএম

আরও পড়ুন...