পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে জসিম শেখ (৩০) নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত জসিম শেখ শশাবাড়িয়া গ্রামের আজিজ শেখের ছেলে। এলাকাবাসী জানান, তিন থেকে চার বছর আগে লাক্কু মোল্লা নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হন। সেই থেকে ওই গ্রামে দুটি গ্রুপের মধ্যে দলাদলি চলে আসছিল। বখতিয়ার শেখ ও ইমাম শেখ এ দল দুটির নেতৃত্বে ছিলেন।
গত ঈদের দিন নামাজ শেষে এই দুই গ্রুপের সংঘর্ষ হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বখতিয়ার শেখের নেতৃত্বে একদল লোক ইমাম শেখের সমর্থক জসিম শেখের বাড়িতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় জসিম শেখকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে কুপিয়ে, পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম পিবিএ’কে বলেন, জসিম শেখ ওই গ্রামে কয়েক বছর আগের একটি হত্যা মামলার স্বাক্ষী। গত ঈদের দিন নামাজ শেষেও এই জসিম শেখসহ চারজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মামলার আসামিরা সম্প্রতি জেল থেকে বেরিয়ে শুক্রবার তাকে কুপিয়ে হত্যা করে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হুসাইন আহমদ কবির/ইকে