গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে পলিথিন জব্দ,আটক ২

 

gopalgonj pbaপিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাব-৮।রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের বালা ষ্টোরে এ অভিযান চালানো হয়। এসময় দুইজনকে আটক ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হল, গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকার ননী গোপাল বালার ছেলে ও দোকান মালিক মনীন্দ্র বালা (৪০) এবং একই জেলার মুকসুদপুর উপজেলার নকুল বিশ্বাসের ছেলে অসিত বিশ্বাস (৩২)।

মাদারীপুর ক্যাম্পের ডিএডি মোঃ আব্দুস সবুর শেখ জানান, সরকার নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাতপাড় বাজারের বালা ষ্টোরে অভিযান চালায় র‌্যবের একটি দল। পরে ওই দোকানের গুদাম থেকে সরকার নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে গুদামজাত করার দায়ে দোকান মালিক মনীন্দ্র বালা এবং অসিত বিশ্বাসকে আটক করে র‌্যাব।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মনিন্দ্র বালাকে ২০ হাজার ও অসিত বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...