পিবিএ,গোপালগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী বই মেলা। জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পৌর পার্ক চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী।
এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বিভিন্ন গান পরিবেশন করেন।
পৌর পার্কে অনুষ্ঠিত এ বই মেলায় ২০টি প্রতিষ্ঠানের ২০টি বইয়ের স্টল বসেছে। এ সব স্টলে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই, ছোটদের ছড়া ও গল্পের বই পাওয়া যাচ্ছে। শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ এ বই মেলায় ভীড় করছেন। তারা স্টলে স্টলে ঘুরছেন আর পছন্দের বই কিনছেন।
পিবিএ/বিএস/এমএসএম