গোপালগঞ্জে সংঘর্ষে আহত ব্যাক্তির মৃত্যু

gopal-gpnj-pba-5.02.19

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আলমগীর হোসেন শেখ (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছে আরো তিনজন।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন শেখের মৃত্যু হয়। আলমগীর হোসেন শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামের মোঃ রাহেন শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামে গত রবিবার মাছ ধরাকে কেন্দ্র করে আলমগীর হোসেন শেখের সাথে প্রতিবেশী মোঃ নজরুল শেখের বিরোধ হয়। এ নিয়ে তাদের উভয় পরিবারের মধ্যে কথা কাঁটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে এক পর্যায়ে সংঘর্ষ বেধেঁ যায়।এসময় উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মো: আলমগীর হোসেন শেখ (৫০), মোঃ মনু শেখ (৪৮) মোঃ চন্নু শেখ (৪৫) ও মোঃ সাদেক শেখ (৪৮) মারাত্মক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যূ হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই মো: চন্নু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পিবিএ/বাসা/হক

আরও পড়ুন...