গোপালগঞ্জে সরকারি সম্পত্তি উদ্ধার

 


পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি ১৮ শতাংশ সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া হেলিপ্যাড এলাকায় নির্মিত অবৈধ ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে এই ১৮ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ পৌর ভূমি অফিসের পৌর ভূমি সহকারী কর্মকর্তা শেখ মোশারফ হোসেন জানান, পাঁচুড়িয়া এলাকার প্রভাবশালী লিযাকত আলী মিয়া সরকারী ১৮ শতাংশ জমি দখল করে ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন।

বুধবার দুপুরে গোপালগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জলিলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব ঘর-বাড়ি ভেঙ্গে উচ্ছেদ করে এ সরকারী জমি দখল করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ শাম্মি আকতার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুল আলম , সার্ভেয়ার মো: মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। #

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...