গোপালগঞ্জে সৌদি রিয়ালসহ গ্রেফতার ৪

 

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে নগদ দুই লাখ টাকা ও সৌদি রিয়ালসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান।


গ্রেফতারকৃতরা হলো, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৬), একই গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে নুরে আলম হাওলাদার (৩৬) ও মোঃ শহিদুল হাওলাদার (৩২) এবং গনবন্দী গ্রামের মৃত আ: গফুরের ছেলে মোঃ ফজলুল শেখ (৩৩)।
বুধবার রাতে এদের গ্রেফতার করা হয়। এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান জানিয়েছেন, একটি প্রতারক চক্র বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সৌদি প্রবাসী নজরুল ইসলামকে সৌদি রিয়াল দেখিয়ে গোপালগঞ্জ শহরে এনে তার কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে প্রতারনার শিকার নজরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে কোটালীপাড়া থেকে প্রতারক চক্রের চার সদস্য শেখ জাহাঙ্গীর আলম, নুরে আলম হাওলাদার, মোঃ শহিদুল হাওলাদার ও মোঃ ফজলুল শেখকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও ১০টি সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এই প্রতারক চক্র একই কৌশলে কোটালীপাড়ার বাদল গাজীর কাছ থেকে ৯৫ হাজার, নড়াইলের কবির মোল্লার কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার ও টুঙ্গিপাড়ার আঃ আলীম সিকদারের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে রেবার কথা স্বীকার করেছেন। ৮ থেকে ১০ জনের একটি দল বিভিন্ন জেলার শতাধিক মানুষকে প্রতারিত করে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...