গোপালগঞ্জে হত্যা মামলা করে উল্টো হয়রানীর শিকার

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে সন্তান হত্যার বিচার চেয়ে মামলা করে এখন উল্টো হয়রানীর শিকার হচ্ছেন মামলার বাদী, তার পরিবার ও স্বাক্ষীরা। বাদীকে মামলা তুলে নেয়ার জন্য নানা ধরনের হুমকী ছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ তুলেছেন হত্যা মামলার বাদী। মঙ্গলবার সকাল ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী আকু মোল্লা।

গোপালগঞ্জে সন্তান হত্যার বিচার চেয়ে মামলা করে এখন উল্টো হয়রানীর শিকার হচ্ছেন মামলার বাদী, তার পরিবার ও স্বাক্ষীরা।
প্রধান আসামী মোঃ নাসিম মোল্লা

তিনি সংবাদ সম্মেলনে জানান যে, বিগত ২০১৮ সালের ২ নভেম্বর তার ছেলে জসিম মোল্লা আসামীদের মাছের ঘের পাড় দিয়ে হেঁটে যাবার সময় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া তারে জড়িয়ে নিহত হয়। ঘটনার দিন খুব ভোরে তার ছেলে বিলে মাছ ধরতে যাবার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় মোঃ নাসিম মোল্লাকে প্রধান আসামী ও ৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়।

মামলার বাদী অভিযোগ করে বলেন, আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় মামলাটির বিচার প্রক্রিয়া বাধাগ্রস্থ হচ্ছে। সাক্ষীরাও সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন। যে কারনে মামলাটি গোপালগঞ্জ জেলা আদালত থেকে অন্য কোন জেলা আদালতে বদলি করার আবেদন জানিয়েছেন। তা’হলে হয়তো বাদী তার ছেলে হত্যাকারীদের বিচার পেতে পারেন বলে বিশ্বাস করেন।

পিবিএ/এমএমএস/আরআই

আরও পড়ুন...