পিবিএ,গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের লেকপাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে শহরের সড়ক ও জনপথ অফিসের পিছন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, রাতে শহরের
সড়ক ও জনপথ অফিসের পিছনে লেকপাড়ে একটি বাক্সের মধ্যে ওই নবজাতকের মরদেহ দেখতে
পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে
প্রেরন করে।
ওসি আরো জানান, নবজাতকটি এতোই ছোট যে ছেলে না মেয়ে তা বোঝা যাচ্ছে না। ধারনা
করা হচ্ছে কেউ ওই বাক্সে করে নবজাতকটিকে লেকপাড়ে ফেলে রেখে গেছে।
পিবিএ/বিএস/এইচএইচ