গোপালগঞ্জ সদরে ভোট পুনরায় গণনার দাবীতে সড়ক অবরোধ

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ভোট পুনরায় গণনার দাবীতে ২য় দিনের মত গোপালগঞ্জ-কোটালীপাড়া ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক অবরোধ করে রেখেছে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকেরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি করে পুলিশ। এতে শতাধিক যানবাহন আটকা পড়ে।

জানাগেছে, আজ মঙ্গলবার সকালে ও সোমবার রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি ও মাঝিগাতীতে এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়, বৌলতলী ও কংশুরে টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়কের পাশের গাছ কেটে বেরিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে।

এসময় মাঝিগাতী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলিশ বর্ষন করে পুলিশ। এ সড়ক অবরোধের ফেলে ওই দুই সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সেখানে টানটান উত্তেজনা চলছে।

এর আগে সন্ধ্যায় গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হোসেন দিপু ও এস এম শাহ আলম। এ সময় পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা বেগম, নাহিদা খান মলি ও অনিমা সরকার উপস্থিত ছিলেন। প্রার্থীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, প্রশাসন কারচুপি করে ফলাফল পাল্টে দিয়েছে। ইভিএমে ভোট নেয়া হলেও হাতে লেখা রিজাল্ট পেয়েছেন প্রার্থীদের বলেও অভিযোগ করা হয়।

প্রসঙ্গত, সদর উপজেলা নির্বাচনে গোপালগঞ্জ শেখ লুৎফার রহমান বাচ্চু দোয়াত কলম প্রতীকে ৩৭৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহমুদ হোসেন দিপু ঘোড়া প্রতীকে ৩৭৬২০ ভোট ও অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলম আনারস প্রতীকে ৩৪ হাজার ভোট পান। #

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...