মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আসালত জামানের দুই পুত্র নাহিদ (২০) ও জাহিদ (২৭) এবং পূর্ব নাসিরাবাদ গ্রামের জুইলান মিয়া পুত্র শাকিল মিয়া(২২)।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজুপর সড়কের নাড়িছাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের দিকে ট্রাকটি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। অপর একজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান মুঠোফোনে জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। অপর একজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।