পিবিএ,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাখাহার ইউনিয়নে বটতলা নামক স্থানের ধান ক্ষেত হতে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা গেছে, নিহত ঐ কিশোরের নাম দুলবর(১৬)।সে উপজেলার পিয়ারাপুর গ্রামের আলাল উদ্দীনের পুত্র।
স্থানীয়রা জানায়,রবিবার (১৩সেপ্টেম্বর)সকালে ঐ স্থানে মরদেহ টি পরিত্যাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় তারা।খবর পেয়ে বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এরআগে দুলবারের মা দোলেনা বেগম লাশটি শনাক্ত করে, এ সময় দুলবারের পরিবারের লোকজন জানায় দুলবার পেশায় একজন অটো চালক।সে শনিবার (১২সেপ্টেম্বর) দুপুরে অটো নিয়ে ভাড়া খাটার জন্য বাড়ী থেকে বের হয় তারপর সে আর বাড়ী ফেরেনি।বাড়ী না ফেরায় রাতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।রবিবার(১৩সেপ্টেম্বর) বটতলী এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিলন চ্যাটার্জী লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন লাশটি গোবিন্দগঞ্জ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা পাঠানোর প্রক্রিয়া চলছে।প্রাথমিকভাবে এটাকে হত্যাকান্ড হিসেবে ধারণা করা হচ্ছে।
পিবিএ/নুরে শাহী আলম লাবলু/এসডি