গোমতী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপরে

পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা নদীর পানিতে গোমতীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বিষয়টি জানিয়েছেন।

গোমতী নদীর উত্তর এলাকার বুড়িচং বাবুবাজার এলাকায় নদীর পানি প্রায় পাড়ের সমান। এছাড়া কোথাও কোথাও পানি বাঁধ উপচেপড়ার মতো অবস্থায় রয়েছে।

গত মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে। এতে গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দেয়। গোমতীর তীর ঘেঁষে আছড়ে পড়ছে ঢেউ। চরাঞ্চলের কয়েক হাজার একর সবজিখেত পানিতে তলিয়ে গেছে।

অন্যদিকে তিতাস উপজেলার আসমানিয়া বাজারে গোমতীর স্রোতে কাঠ ও স্টিল দিয়ে করা সেতুটি ভেঙে গেছে।

আরও পড়ুন...