গোলাপগঞ্জ এসোসিয়েশন এন বার্সেলোনার ইফতার সম্পন্ন অনুষ্ঠিত

কবির আল মাহমুদ, পিবিএ, স্পেন : স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় গোলাপগঞ্জ প্রবাসিদের সংগঠন গোলাপগঞ্জ এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হওয়া এ মাহফিলে আয়োজক সংগঠন গোলাপগঞ্জ এসোসিয়েশনের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াজিজুর রহমান মুজিব।
ইফতার পূর্ববর্তী রমজানের তাৎপর্য ও ইসলামিক আলোচনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসাইন এবং মাওলানা আজমল।
উপস্থিতির প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি গোলাপগঞ্জ এসোসিয়েশন এন বার্সেলোনার সভাপতি সাব্বির আহমদ দুলাল বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীদের সমস্থ উন্নয়নমূলক কাজে সহযোগীতার আশ্বাস ব্যাক্ত করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসাইন।
পিবিএ/কেএএম/ জেডআই

আরও পড়ুন...