গোলাপি-কালো বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: ‘কাল কিসনে দেখা’ ছবিতে অভিনয় করে ২০০৯-এ বলিউডে জগতে পা রাখেন তিনি। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। আয়ুষ্মান খুরানার সঙ্গে তাঁর ‘ড্রিম গার্ল’ ছবি বক্স অফিসে

https://www.instagram.com/p/B4R_8hJFt1I/

হিট হয়। তিনি বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। বর্তমানে শুটিং থেকে নিজেকে দূরে রেখে ছুটি কাটাচ্ছেন মালদ্বীপে। মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে প্রকৃতির অপরূপ শোভার মধ্যেই নিজের সৌন্দর্য মেলে ধরা নুসরাতের ছবি ক’দিন আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বিকিনি পরে সুইমিং পুলে প্রাতরাশ করার সেই ছবি উষ্ণতা ছড়িয়েছিল নেটদুনিয়ায়। ছুটি কাটানোর আরও একটি ছবি ও ভিডিও বুধবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করেছেন নুসরাত।

https://www.instagram.com/p/B6N0CU5FfxV/

সেখানে কালো ও গোলাপি রঙের বিকিনি পরে তাকে জেট-স্কি চালাতে দেখা যাচ্ছে। কখনও আবার লাস্যময়ী ভঙ্গিতে শুয়ে থাকতে দেখা যাচ্ছে জেট-স্কির উপরে। সেই ভিডিও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যেও চোখ সরানো যাচ্ছে না নুসরাতের থেকে। মালদ্বীপে ছুটি শেষ করে যে তাঁর ফেরার পালা চলছে, সে কথাও নিজের পোস্টের মাধ্যমেই জানিয়েছেন এই অভিনেত্রী।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...