জামালপুর আইনজীবী সমিতির নির্বাচন

গোলাম নবী সভাপতি, রিশাদ রেজওয়ান সম্পাদক

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম নবী ও সাধারণ সম্পাদক পদে এড. রিশাদ রেজওয়ান বাবু বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে এড. গোলাম নবী ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। এ পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে এড. রিশাদ রেজওয়ান বাবু ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. শামসুজ্জোহা ইসমাইল পেয়েছেন ১২২ ভোট। এ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাভুটি শেষে রাত ১টা ৩ মিনিটে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আব্দুল বারী।

এছাড়া বিএনপি সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে আব্দুল আওয়াল, জামিল হাসান তাপস, অডিটর পদে সফিকুল ইসলাম রাজু ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম মহন জয় পেয়েছেন।

সদস্য পদে জয়ী হয়েছেন- শাহজাদা মিয়া সুমন, আল আমিন, আনোয়ার হোসেন, মাহমুদা আক্তার স্বপ্না, আছিমুল ইসলাম ও হাসান মামুন।

জেলা আইনজীবী সমিতির এ নির্বাচনে মোট ভোটার ছিল ৪০৪ জন। ৩৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন...