গোসলের পোশাকে বাথটাবে সানি, মুহুর্তেই ভাইরাল (ছবিসহ)

পিবিএ,বিনোদন: সানি লিওন সব যুবকদের কাছে একজন মোহময়ী নারী। একথা ঠিক শুধুমাত্র যুবকদের কাছেই নয় সবারকাছেই সানি লিওন খুবই পছন্দের একজন। সানি তার ক্যারিয়ার শুরু করেছিলেন নীল ছবি দিয়ে। তারপরেই সানির জনপ্রিয়তা এতটা পরিমাণে বেড়ে গিয়েছিল তারপর তিনি বলিউডে পা রাখেন।

রীতিমতো অনেক অভিনেত্রীর সঙ্গে টক্কর দিয়েছেন সানি লিওনি। তার মোহময়ী রূপ ও গ্ল্যামার সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। এখন পর্যন্ত সেই স্থান ধারন করে আছেন, কেউ তাকে টক্কর দিতে পারেনি।শধুমাত্র সৌন্দর্যের জন্য তিনি জনপ্রিয় নয় দর্শকদের কাছে তার সাহসিকতার জন্য সে যথেষ্ট পরিমাণে দর্শকদের মন কেড়ে নেয় সবসময়। সম্প্রতি সানি লিওন একটি পোস্ট শেয়ার করেছেন সেখানে তাকে দেখা যাচ্ছে তিনি গারো লাল লিপস্টিক পড়ে বাথটব ড্রেস পড়ে, বাথটবে বসে ছবি তুলছেন।

সেই ছবিগুলির সাথে মোহময়ী সানি লিওন একটি বার্তা প্রদান করেছে তার ভক্তদের কাছে। তিনি ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, আমরা সকলেই জানি এখনকার পরিস্থিতি খুবই কঠিন এবং আমরা সকলেই এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সব সময় খুশি থাকতে হবে, আনন্দে থাকতে হবে। তাহলেই আমরা এই যুদ্ধে জিততে পারবো এবং এই কঠিন পরিস্থিতিতে সামলে উঠতে পারব। নেটিজেনরা সানি লিওনের এই বার্তায় মনমুগ্ধ হয়েছেন এবং তার বার্তাকে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় এই পোস্টটি প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে।

দেখুন সেই ছবি

https://www.instagram.com/p/CFv9tSZDTAP/?utm_source=ig_embed

আরও পড়ুন...