গোয়ায় শুরু হবে তিন তারকার সিনেমা

পিবিএ,ডেস্ক: ঘোষণা এসেছিল গত বছরই। শাকুন বাত্রা পরিচালিত একটি প্রেমের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাডুকোন। তার সঙ্গে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডেকে।

ঘোষণা অনুযায়ী এই বছরেই শুটিংয়ে যাওয়ার কথা ছিল দীপিকাদের। তবে চলমান করোনা মহামারীর মাঝে তা আর সম্ভব হয়নি।

নতুন খবর হলো শেষ পর্যন্ত শুটিং সেটে ফিরতে যাচ্ছেন সিনেমাটি। বলিউড হাঙ্গামা তাদের এক খবরে প্রকাশ করেছে সেপ্টেম্বরে শুরু হচ্ছে সিনেমার শুটিং।

প্রথমে শ্রীলঙ্কা যাওয়ার কথা থাকলেও নির্মাতারা চাইছেন গোয়াতেই হোক সিনেমার প্রথম পর্বের শুটিং। ছবিটির প্রযোজক করণ জোহর বলেন, ‘শেষ পর্যন্ত সিনেমাটির কাজ শুরু করতে পেরে আমরা খুশি। সামনের মাসেই ২৫ দিনের একটি শিডিউল নিয়ে আমরা যাচ্ছি গোয়াতে। শুটিংয়ের কাজ শেষ করে আমরা শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দেবো।

স্বাস্থ্যবিধি মেনে চলবে সিনেমার শুটিং। তাই সময় কিছুটা বেশি লাগতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই সিনেমাটির সঙ্গে থাকা প্রত্যেকটি সদস্যকে যাদের জন্য আমরা আবার সিনেমায় ফিরতে পারছি।’

এখনো নাম না জানানো এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২১ সালের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি। তবে করোনাকালীন এই বিলম্বের কারণে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে পিছিয়ে যাচ্ছে সিনেমাটির মুক্তির তারিখ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...