বরিশাল ব্যুরো : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকাবাসীর মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে করনীয় নির্ধারনে ও সরকারি ত্রান হিসেবে পাওয়া খাদ্য সামগ্রী এবং শিশুখাদ্যকে উপজেলার ইউনিয়নগুলোতে সমহারে বন্টনের লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এর সভাপতিত্বে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই জরুরী সভায় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, চাঁদশী ইউপি চেয়ারমান কৃষ্ণকান্ত দে, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বার্থী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক মোল্লা প্রমুখ।
পিবিএ/খোন্দকার মনিরুজ্জামান মনির/এমএ