পিবিএ,বরিশাল: বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ৪০তম বার্ষিক সাধারণ সভা ও ২০২১ সালের কার্যকরী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিশ্বজিত সরকার বিপ্লব (দৈনিক সংবাদ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক পদে এম, আলম (দৈনিক মানবজমিন) বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, গত ৩ ডিসেম্বর প্রেসক্লাব কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভায় ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ২০২০ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম অধিবেশনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এতে ক্লাবের বিগত বছরের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। সাধারণ সভা শেষে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠান করা হয়। এ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের ২০২১ সালের জন্য ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন, সহ-সভাপতি- এস,এম জুলফিকার (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক- উত্তম দাস (দৈনিক আমাদের অর্থনীতি) কোষাধ্যক্ষ- আমিন মোল্লা (দৈনিক মতবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক-আমিনা আকতার সোমা (দৈনিক সময়ের আলো)।
ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪০ বছরের বর্নাঢ্য ঐতিহ্যের ধারক এ প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদকসহ নবনির্বাচিত কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় রাজনীতিক, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
অপর একটি সূত্রে জানাগেছে, নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দগণ ১লা জানুয়ারী (শুক্রবার) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
পিবিএ/খোন্দকার মনিরুজ্জামান মনির/এমআর