গৌরীপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ

পিবিএ,গৌরীপুর(ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় ৩নং অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বঙ্গবন্ধু মঞ্চের উন্নয়ন ও শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ১ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্ধ দেয় ময়মনসিংহ জেলা পরিষদ। উক্ত প্রকল্পের টাকা আত্বসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা গেছে উল্লেখিত ইউনিয়নের লংকাখোলা গ্রামের আঃ মান্নানের পুত্র মোঃ মোস্তাফিজুর রহমান( টিটু) এই প্রকল্পের সভাপতি হয়ে প্রকল্প কাজ না করে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করেন। প্রকল্পের পঞ্চাশ হাজার টাকা উত্তোলনের বাকী রহিয়াছে। কিন্তু ঐ অর্ধেক টাকা উত্তোলন করে বঙ্গবন্ধু মঞ্চ বা শহরবানু বালিকা বিদ্যালয়ের কোন ধরনের সংস্কার করেননি তিনি। অর্ধেক টাকা উত্তোলন করে কোন সংস্কার কাজ না করিয়ে প্রকল্প সভাপতি হিসেবে সেই অর্থ আত্নসাৎ করেছেন বলে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অচিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধু মঞ্চ ও শহরবানু বালিকা বিদ্যালয়ের কোন ধরনের সংস্কার করা হয়নি। স্থানীয়রা জানায় ২০১৪ সালে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডাঃ ক্যাপ্টেন অবঃ মুজিবুর রহমান ফকির এমপি তার ব্যক্তিগত অর্থায়নে বঙ্গবন্ধু মঞ্চটি উপরে টিনের ছাউনিসহ তৈরি করেছিলেন । এই বঙ্গবন্ধু মঞ্চটিতে বর্তমানে টিনের ছাউনি নেই । মঞ্চ তৈরীর পরে আর কেউ এই মঞ্চের উন্নয়ন বা সংস্কার করনি। সংস্কারের বিষয়ে শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক জানান টিুটু মিয়া আমার কাছ থেকে প্রকল্পের কথা বলে একটি সাদা প্যাডে আমার স্বাক্ষর নিয়েছিল কিন্তু আমার প্রতিষ্ঠানে কোন কাজও হয়নি।

বঙ্গবন্ধু মঞ্চ সংস্কারের বিষয়ে শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস শাকুরের কাছে চানতে চাইলে তিনি জানান এ পর্যন্ত কোন ধরনের সংস্কার কাজ এ মঞ্চে হয়নি,
এ বিষয়ে প্রকল্প সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান টিটু জানান করোনায় সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তা না হলে প্রকল্পের টাকা উত্তোলন করে কাজ সমাপ্ত করে দিতাম। এখন সকল টাকা উত্তোলন করে সংস্কারের কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করা হবে। টাকা আত্বসাতের প্রচার বানোয়াট,ভিত্তিহীন বলে দাবী করেন। আমাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

পিবিএ/মোঃ হুমায়ুন কবির/এসডি

আরও পড়ুন...