মো. হুমায়ুন কবির গৌরীপুর (ময়নমসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গৌরীপুরের ১০ টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৫৬ জনকে এ সহায়তার চেক বিতরণ করা হয়।
স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এম পি সাহেবের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন এলাকার ৮৩ জন অসহায় নেতাকর্মীদের মাঝে ১৫ জুলাই দুপুরে বিতরণ করা হয়েছে। আরও বাকী ৭৩ জনকে পর্যায়ক্রমে দেওয়া হবে।
চেক বিতরন অনুষ্ঠানে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্মাদক আব্দুল মুন্নাফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪৮ ময়মনসিংহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু বিধুভুষন দাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সতেন্দ্র চন্দ্র দাস, যুগ্ন সাধারন সম্পাদক ম,নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মশিউর রহমান কাউসার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসাইন প্রমুখ।
পিবিএ/মোঃ হুমায়ুন কবির/এসডি