মো. হুমায়ুন কবির,গৌরীপুর(ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সনে’র এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৫১ শিক্ষার্থী।
এক্ষেত্রে ট্যালেন্টপুলে ৩ জন, সাধারণ ৪৪ ও থানা কোঠায় ৪ জন। সাধারণ গ্রেডে বিজ্ঞান শাখায় বৃত্তি পেয়েছে ২২ জন, মানবিক শাখায় ১১ জন ও ব্যবসা শিক্ষা শাখায় ১১জন।
গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে থানা কোঠায় ১জন, বিজ্ঞান শাখায় ১ জন ট্যালেন্টপুলসহ ৭ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১জন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা শাখায় ১ জন ট্যালেন্টপুলসহ ৮ জন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ১ জন ট্যালেন্টপুলসহ ২জন ও ব্যবসা শিক্ষায় শাখায় ১ জন, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজে থানা কোঠায় ১ জন, বিজ্ঞান শাখায় ১জন ও ব্যবসা শিক্ষা শাখায় ৩ জন, মনাটী উচ্চ বিদ্যালয়ে থানা কোঠায় ১ জন, বিজ্ঞান শাখায় ১জন ও মানবিক শাখায় ৫ জন, বারুয়ামারী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ১ জন, শ্যামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে থানা কোঠায় ১জন, বিজ্ঞান শাখায় ১ জন ও মানবিক শাখায় ২ জন, ডাঃ এম,আর করিম উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ১ জন ও মানবিক শাখায় ১ জন, মোজাফফর আলী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় ১ জন, শ্যামগঞ্জ হাই স্কুল থেকে মানবিক শাখায় ১ জন, পাছার হাই স্কুল থেকে মানবিক শাখায় ১ জন ও ব্যবসা শিক্ষা শাখায় ২ জন, বালিজুড়ি উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা শাখায় ২জন, লংখাখোলা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা শাখায় ২ জন বৃত্তি পেয়েছে।
পিবিএ/এসডি