গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি :কাদের সিদ্দিকীর

পিবিএ ডেস্ক: গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। সোমবার দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ দাবি জানান।

প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গ্যাসের এ বর্ধিত মূল্য জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে। ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, হত্যা, খুন, ধর্ষণ, যানজট ও দুর্নীতির মতো নানামুখী সঙ্কটে থাকা দেশ এবং জনগণকে এটি আরও গভীর সঙ্কটের দিকে ঠেলে দেবে।’

তিনি আরও বলেন, ‘কোনো সরকার জনগণের প্রতি এমন নির্মম হতে পারে। এ সরকার যদি জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধ থাকতো, তাহলেও তারা এমন সিদ্ধান্ত নিতে পারতো না।’ এ সময় তিনি অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান।

পিবিএ /আইকে

আরও পড়ুন...