গ্রামগঞ্জে চারদিকে ফলের মুকুল এর মৌ মৌ ঘ্রাণ। গ্রীষ্মকালীন ফল আম, লিচু, এ ছাড়াও অনেক রকমের ফলের ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছিরা। সকালের সতেজ লিচুর মুকুলে মধু জমে আছে, আর এই ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে। মৌমাছিকে পোষ মানিয়ে মধু সংগ্রহ করছে মৌয়ালরা। ছবিটি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া থেকে তোলা। ছবি: পিবিএ