পিবিএ ডেস্ক: আশুলিয়ায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণধোলাইয়ে মারা গেছেন রবিন্দ্রনাথ (২৫) নামে এক যুবক। পরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার ভোরে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিন্দ্রনাথ সাভারের বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশম্বর নাথের ছেলে।
স্থানীয়রা জানান, ভোর রাতে গৌরিপুরের দক্ষিণপাড়া গাজী মণ্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও এক যুবককে ধরে ফেলেন তারা। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মো. নাহিদ হোসেন জানান, স্থানীয় গাজী মণ্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে রবিন্দ্রনাথ নামে এই যুবকে ধরে গণধোলাই দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। তিনি বলেন, প্রকৃত ঘটনা ডাকাতির চেষ্টা না কি অন্য কোনো বিষয়-আমরা তদন্ত করে দেখছি। নিহতের পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/বিএইচ