গ্রামীণ খেলাধূলা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করে। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। ‘ধুলা মাটি’ মানেই একটি জনপ্রিয় শৈশবের খেলা। এক সময়ের জনপ্রিয় এ খেলাটি আজ আর তেমন কোথাও চোখে পড়ে না। হাসি-আনন্দ আর নানান খেলায় মেতে ওঠার মধ্যেই ছিল ছোটবেলার দিনগুলোর সার্থকতা। ছবিটি জামালপুর জেলার মেলান্দহের বাগবাড়ী এলাকা থেকে তোলা। মঙ্গলবার, ২৫ জুন। ছবি: পিবিএ/সাকিবুল ফারাবি