গ্রামের মাঠজুড়ে এখন শীতকালিন ফসলে ভরপুর। এক কৃষক তার নিজ জমিতে শীতকালিন ফসল বাধাকপি ও ফুলকপি চাষ করেছেন। ভালো ফলন-ফসলের আশায় পরিচর্যা ও সার ছিটিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের খোয়াই নদী সংলগ্ন থেকে তোলা। রোববার, ৮ জানুয়ারী। ছবি : পিবিএ/এম এস জিলানী আখনজী