গ্রাম বাংলার আনাচে কানাচে অযত্ন আর অবহেলায় সাদা ও হালকা বেগুনী রঙের আভা মেশানো ফুলটিই হলো আকন্দ। এটি মূলত একপ্রকারের ঔষধি গাছ। আকন্দের ফুলকে সংস্কৃতে অর্ক পুষ্প বলা হয়ে থাকে। ছবিটি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে তোলা। বৃহস্পতিবার, ২৭ অক্টোবর। ছবি : পিবিএ/নাজমুল হক নাহিদ