গ্রীন রোড কমফোর্ট ডক্টরস চেম্বারে বিস্ফোরণে দগ্ধ ৪

পিবিএ,ঢাকা: রাজধানীর গ্রীন রোড কমফোর্ট ডক্টরস চেম্বারর এর ওয়েটিং রুমে ডেকোরেশনের কাজ করার সময় বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন মোঃ ফয়েজ (২৩), রাসেল (৩০), লতিফ (২০) ও সুজন (১৯)।


রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রাসেল জানান, তারা গ্রীন রোডের কমফোর্ট ডক্টরস চেম্বারের ৪ তলায় আর টেক্স ডেকোরেশন কোম্পানিতে কাজ করে। ওই ভবনেরই নিচ তলায় রোগীদের ওয়েটিং রুমে ডেকোরেশনের কাজ করছিলো তারা। সকালে কাজ করার সময় হঠাৎ ভিতরে বিস্ফোরণে ঘটে। এতে তারা ৪ জনই দগ্ধ হয়।
দগ্ধ লতিফ জানান, সকালে ওই রুমের ভিতরে ঢুকে কাজ করার জন্য বৈদ্যুতিক বাতি চালু করতে সুইচ দেওয়ার সঙে সঙে বিস্ফারণ হয়।
কমফোর্ট ডক্টরস চেম্বারের এ্যাম্বুলেন্স চালক বাবুল পিবিএকে জানান, তারা ওই চেম্বারের নিচ তলায় ডেকোরেশনের কাজ করছিলো। তখনই বিস্ফোরণে তারা দগ্ধ হয়। তবে কিসে থেকে বিস্ফোরণে হয়েছে তা বলতে পারছিনা।
কলাবাগান থানার উপ পরিদর্শক (এসআই) আরিফ হোসেন পিবিএকে জানান, তারা ৪জনই বার্ন ইউনিটের জরুরী বিভাগে ভর্তি রয়েছে। তাদের শরীরের অনেকাংশ দগ্ধ য়েছে। কিসে থেকে এই বিস্ফোরণ তা এখনও জানতে পারিনি।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল পিবিএকে জানান, ৪ জনের শরীরে ফ্লেম বার্ন রয়েছে। তাদেন সবারই শ্বাসনালী দগ্ধ। সবার অবস্থায়ই আশঙ্কাজনক। তাদেরকে এইচডিইউ বা আইসিইউ’তে ভর্তি রাখা হবে।
রাসেলর শরীরের ৬২ শতাংশ, ফয়েজের ৪০,লতিফের ৩৭ ও সুজনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...