গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

পিবিএ ডেস্ক : ২০১৮ সালে ফুটবলে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন পুর্তগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন বছরের শুরুতেই এই খেতাব জিতে দারুন খুশি তিনি।

বিশ্বকাপ জয়ী দুই ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে এক অনুষ্ঠানে পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয়। ২০১১ সালের পর থেকে মোট পাঁচবার পুরস্কারটি জিতলেন তিনি।

বছরের সেরা এজেন্টের পুরস্কার জয়ী জর্জে মেন্দেস ও পরিবারের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে ভালোলাগার কথা জানান রোনালদো। তিনি লিখেছেন, ‘এর চেয়ে ভালো আর কিভাবে নতুন বছর শুরু করা যায়। আজ আমি যে প্রশংসা ও ভালোবাসা পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ।’

গত বছরের জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে ভালো ছন্দে আছেন রোনালদো। ইতালিয়ান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ২৪ ম্যাচে করেছেন ১৫ গোল।

দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর সেরা কোচ হয়েছেন ফ্রান্সকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...