ঘন কুয়াশা তিব্র শীতকে উপেক্ষা করে চাষীরা সকাল সকাল নেমে পরেন কাজে। জমিতে ফলানো মূখরুচক ধনিয়া পাতা বিক্রির উপযোগী হওয়ায় খেত থেকে উঠিয়ে আঁটি বেঁধে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন। ছবিটি নরসিংদীর রায়পুরার উত্তর বাখরনগর এলাকা থেকে তোলা। বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী। ছবি : পিবিএ/হারুনূর রশিদ।