ঘন চুলের জন্য অ্যালোভেরা জেল

পিবিএ ডেস্ক: প্রতিদিন মাথার ত্বকে ঘাম, ধুলোময়লা জমে নষ্ট হয় চুলের সৌন্দর্য। চুল হয়ে পড়ে রুক্ষ ও নিষ্প্রাণ।সেই সাথে প্রতিদিন চুল ঝড়ে পড়ার হিসেব তো সীমাহীন। অনেকেই চুল পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে নানা রকম হেয়ার ট্রিটমেন্ট করেন। এর কোনটিই দীর্ঘস্থায়ী হয়না কারণ এতে প্রাকৃতিক উপাদানের পরিবর্তে ব্যবহার করা হয় কেমিকেল। ব্যয়বহুল ট্রিটমেন্টের চেয়ে বাড়িতে বসেই প্রাকৃতিক ভাবে পাতলা চুল ঘন করতে পারেন। ভাবছেন কিভাবে করবেন? চিন্তা নেই আজকে থাকছে আপনাদের চুলের যত্নে অ্যালোভেরা জেলের একটি চমৎকার প্যাক যা ব্যবহারে আপনার চুল হবে ঘন।

আসুন তাহলে এবার জেনে নেই কিভাবে ঘন চুলের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবেঃ

তৈরিতে যা যা লাগবেঃ
অ্যালোভেরা জেল এবং আলুর রস

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি আলু খোসাসহ ছোট ছোট টুকরো করে নিয়ে তা ব্লেন্ড করে নিন।
২। এভার ব্লেন্ডকৃত আলুর সাথে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন।
৩। এবার এই প্যাক চুলের গোড়ায় ভালোভাবে ঘষে ব্যবহার করুন এবং ৩০মিনিট রেখে দিন এভাবেই তারপর শ্যাম্পু করে নিন।

ব্যস এভাবে নিয়ম করে ব্যবহার করুন প্রতি সপ্তাহে একদিন দেখবেন আপনার চুল হবে ঘন সেই সাথে স্বাস্থ্য উজ্জ্বল।

পিবিএ/ইকে

আরও পড়ুন...