ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো: জয়া

পিবিএ ডেস্ক: দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজ করেছেন দর্শকপ্রিয় বেশকিছু ছবিতে। ক্যামেরার সামনে সরব জয়া পিছিয়ে নেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও। নিয়মিতই বিভিন্ন পোস্টের মাধ্যমে ভক্তদের জানান দেন নানা আপডেট। এবারের দীপাবলিতেও তার ব্যতিক্রম হলো না।

joya

গতকাল রোববার রাতে জয়া তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে দুটি ছবি আপলোড করেন। ছবিতে শাড়ি পরিহিতা জয়াকে আতশবাজি হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। পোস্টে তিনি লেখেন, ‘ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে…।

joya ahsan

পোস্টটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে জয়ার ভক্ত-অনুসারীদের মাঝে। ২১ হাজারেরও বেশি লাইক সংগ্রহের পাশাপাশি এতে এগারোশোটিরও বেশি মন্তব্য জমা পড়েছে। মন্তব্যের ঘরে জয়াকে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সৌন্দর্যের প্রশংসা করছেন অনেকে। একজন লেখেন, ‘শুভ দিপাবলির শুভেচ্ছা রহিল। তুমি আজীবন সুন্দরের আলো ছড়িয়ে যাও এই কামনা রইলো।’ আরেক নেটিজেন লেখেন, ‘এই আলোকজ্জ্বল সন্ধ্যায় তোমাকে দেখতে লাগছে সেই পৌরাণিক কাহিনির নায়িকাদের মতো! এই ঝলমলে সন্ধ্যা থাকুক তোমার জীবনে আজীবন।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় জয়া আহসানের। ওপার বাংলায়ও সাফল্যমণ্ডিত জয়া। ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘কণ্ঠ’সহ দুই বাংলায় বেশ কয়েকটি সুপারহিট সিনেমা আছে জয়ার ঝুলিতে।

পিবিএ/বিএইচ

https://www.facebook.com/Jaya.Ahsan.07/posts/1011489919184148

আরও পড়ুন...