ঘরোয়া উপায়ে ত্বকের দাগ দূর করার উপায়

পিবিএ,ডেস্ক: অতিপ্রাচীনকালে ত্বকের দাগ দূর করার জন্য ব্যবহার হতো ভেষজ ও প্রাকৃতিক উপকরণ। জেনে নিন, দাগ দূর করার নিরাপদ প্রাকৃতিক উপকরণগুলো সম্পর্কে—

সাইট্রাস ফলের রস:

ত্বকের অবাঞ্ছিত ও কালো দাগ দূর করতে লেবুর রস সবচেয়ে সহজ উপায়। তাছাড়া এটি প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের অন্যান্য দাগ দূর করতেও সহায়তা করে। লেবু ভিটামিন সি ও খনিজের উত্কৃষ্ট উৎস। ত্বকের সৌন্দর্যে লেবু খাওয়া ও বাহ্যিক ব্যবহার দুটোই করা যায়। অপেক্ষাকৃত পুরু ত্বক যেমন কনুই, হাঁটু, গোড়ালি এসব অংশে লেবু ঘষে নিলে কালো দাগ সরে যায়। লেবুর রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে লোশনের মতো ব্যবহার করা যায়। কালো দাগের ওপর লেবুর রস লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। নিয়মিত লাগালে ত্বকের কালচেভাব মিলিয়ে যেতে শুরু করবে।

অ্যালোভেরা:

ত্বককে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে অ্যালোভেরা। ত্বকের নমনীয়তা ধরে রাখতেও সহায়ক। প্রতিদিন ত্বকে সরাসরি অ্যালোভেরা জেল লাগালে ব্রণের দাগ কম দৃশ্যমান হবে।

অলিভ অয়েল:

শীতের জন্য অলিভ অয়েল এমনিতেই খুব উপকারী। অলিভ অয়েল একই সঙ্গে ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বক পরিষ্কার রাখে ও পুষ্টি জোগায়। কালো দাগ দূর করতে অলিভ অয়েলের ব্যবহার বেশ পুরনো।

পাকা পেঁপে:

পাকা পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি, বি, প্যান্টোথেনিক অ্যাসিড, পটাশিয়াম, কপার ও ম্যাগনেশিয়াম। পেঁপের মধ্যকার পাপাইন নামক এনজাইম ত্বক কোমল রাখে। ত্বক পরিষ্কার, দাগমুক্ত ও উজ্জ্বল করতে ফলটি খেতে পারেন। ত্বকে নিয়মিত পাকা পেঁপের পেস্ট লাগালে রঙ ফর্সা হয়। স্নানের আগে টকদই, মধু ও পেঁপে একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। আলতো করে ঘষে ঠাণ্ডা পানিতে স্নান সেরে নিন। সাবানের পরিবর্তে ব্যবহার করতে পারেন প্যাকটি।

কালো চায়ের জাদু:

চায়ে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ। এর মধ্যকার ভিটামিন বি১২, যা ত্বকের স্বাভাবিক রঙ ধরে রাখতে সহায়তা করে। ত্বকের দাগ দূর করতে অল্প পানিতে দুই টেবিল চামচ চা ও সামান্য লবণ ফুটিয়ে নিন। ত্বকে লাগিয়ে শুকিয়ে ফেলুন। ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

চিনি:

স্ক্রাবের ফলে ত্বকের মরাকোষ সহজেই ঝরে যায়। ফলে কালচেভাবও দূর হয়। চিনির সঙ্গে অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এতে সহজেই মরাকোষ উঠে যাবে, আর দাগ থাকলেও তা অস্পষ্ট হবে।

কাঁচা আলুর রস:

প্রাচীনকালে ত্বকের দাগ তুলতে আলুর রস ব্যবহার করা হতো। ভিটামিন ও খনিজের ভালো উৎস আলু ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখতে সহায়তা করে। মোটা করে স্লাইস করা আলু দাগের ওপর ঘষুন। রস শুকিয়ে গেলে ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

পিবিএ/এফএস

আরও পড়ুন...