ঘরোয়া লিগ এনসিএলের ট্রফি উন্মোচন

পিবিএ,ঢাকা: আগামীকাল (১০ অক্টোবর) শুরু হচ্ছে ঘরোয়া লিগে বাংলাদেশের সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। জাতীয় লিগের ২১ তম আসরকে সামনে রেখে ট্রফি উন্মোচন করে ঢাকা ও চট্টগ্রাম দলের অধিনায়ক মার্শাল-মুমিনুল।

আজ মিরপুর স্টেডিয়ামে ‘ওয়ালটন এনসিএল ২০১৯-২০’ ট্রপি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। আটটি দল নিয়ে মাঠে গড়াচ্ছে জাতীয় লিগের ২১তম আসর। এই আসরকে জমজমাট করতে নেওয়া হয়েছে অনেক উদ্যোগ।

বালাদেশ জাতীয় লিগ আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর হয়েছে বিসিবি, ফেসবুকে সম্প্রচার, ম্যাচ ফি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা,আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সদ্য শুরু হওয়া জার্সির পিছনে খেলোয়াড়দের নাম-নম্বর, এবার থাকছে বাংলাদেশ ঘরোয়া লিগেও। ২১তম আসরে এসে নাম-নম্বর যুক্ত জার্সি উন্মোচন করেন মুমিনুল- মার্শাল।

আগামীকাল জাতীয় ক্রিকেট লিগ এনসিএলের প্রথম রাউন্ড শুরু হবে;

টায়ার-০১
রাজশাহী বনাম ঢাকা → ফতুলা
রংপুর বনাম খুলনা → খুলনা

টায়ার-০২
বরিশাল বনাম সিলেট → রাজশাহী
চট্টগ্রাম বনাম ঢাকা মেট্রো → ঢাকা

পিবিএ/ইকে

আরও পড়ুন...