ঘাটাইলে ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা

 

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে সালেহা বেগম (৫৫) নামের এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে উপজেলার উত্তর খিলগাতী গ্রামের হাসমত আলীর স্ত্রী। বুধবার সকালে এই ঘটনা ঘটে।

julonto-hang-las-uddhar-PBA

 

এবিষয়ে ঘাটাইল থানার এসআই মুঞ্জিয়া বেগম জানান, আত্মহত্যাকারী সালেহা বেগম মানসিক রোগী ছিলেন। সকালে তিনি নিজবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পিবিএ/টিএ/হক

আরও পড়ুন...