পিবিএ,খেলাধুলা : বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন। এরই ভিতরে শুরু হয়ে গেছে উন্মাদনা। এবারের বিশ্বকাপে মোট ১০ দল অংশ নেবে। বিশ্বকাপের সব দলের সমর্থনকারীদের মধ্যেই ক্রিকেটের এই মহাআসর নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে আফগানিস্তান সমর্থকদের মধ্যে যেন একটু বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে।
বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তান। একজন আফগান ভক্তের সন্ধান মিলেছে। যিনি ঘাস দিয়ে ‘বিশ্বকাপ’ বানিয়ে ক্রিকেটবিশ্বে ব্যাপক হইচই ফেলে দিয়েছে। সবুজ ঘাস দিয়ে বিশ্বকাপের ট্রফি বানিয়ে রীতিমতো তারকা হয়ে গেছেন সেই সমর্থক।
বুধবার (১ মে) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নিজেদের সোশ্যাল মিডিয়ায় সেই ট্রফির ছবি পোস্ট করে। পাশাপাশি সেই সমর্থকের ছবিও পোস্ট করে আইসিসি। তবে তার নাম জানাতে পারেনি আইসিসি।
ছবির ক্যাপশনে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি লিখেছে- আমরা এটি দারুণ পছন্দ করেছি। আফগানিস্তানের এক সমর্থক শুধু ঘাস দিয়ে এই দারুণ বিশ্বকাপ ট্রফিটি বানিয়েছেন। আমরা তাকে খুঁজছি। আইসিসি ইতিমধ্যে তাকে খুঁজে পেয়েছে কিনা-জানা যায়নি। তবে বলা বাহুল্য, ছবিটি ভাইরাল হয়ে যাওয়ায় রীতিমত তারকা হয়ে গেছেন এই আফগান ভক্ত।
পিবিএ/এমএস